বগুড়ার শিবগঞ্জে ছাগল চুরি করে অটোরিকশায় নিয়ে পালানোর সময় তিন চোরকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছেন জনগণ। এ সময় চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা আগুনে পুড়িয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নের খামটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলের মালিক এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করেছেন। শিবগঞ্জ থানার এসআই রায়হান এ তথ্য দিয়েছেন।
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার উকিলপাড়ার মাসুমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে রুবেল, পূর্ব বাসন ছয়দাবাদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দুলাল হোসেন ও সলঙ্গা উপজেলার কামাছপুর সাহেবগঞ্জ গ্রামের গোলজার হোসেনের ছেলে সাওয়ার হোসেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের খামটা বাজার গ্রামের শহিদুল ইসলামের বাড়ির সামনে আম গাছে একটি কালো রঙের ছাগল বাঁধা ছিল। এ সময় পাঁচ সদস্যের একদল চোর সিএনজি অটোরিকশায় সেখানে আসে। তারা ছাগলটি অটোরিকশায় তুলে পালানো চেষ্টা করে। গ্রামবাসীরা টের পেয়ে চিৎকার ও ধাওয়া করলে দুই চোর পালিয়ে যায়। জনগণ অটোরিকশাসহ উল্লিখিত তিন চোরকে আটক করে মারপিট করেন। এছাড়া চুরির কাজে ব্যবহৃত অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়ে পোড়ার পর পুকুরে ফেলে দেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ছাগলের মালিক শহিদুল ইসলাম চোরদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
থানার এসআই রায়হান জানান, গ্রেফতার তিন চোরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। পুড়িয়ে দেওয়া অটোরিকশা পুকুর থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
আরআর