এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে ঢাকার পুঁজিবাজার

এপ্রিল মাসজুড়ে লাগাতার দরপতনে বিনিয়োগকারীদের জন্য হতাশার মাসে পরিণত হয়েছে দেশের পুঁজিবাজার। ঈদের পর লেনদেন শুরু হলেও বাজারে ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট, হারিয়েছে ১৭ হাজার কোটি টাকার পুঁজি।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাসের শুরুতে সূচক ছিল ৫২১৯ পয়েন্ট, যা মাস শেষে এসে দাঁড়ায় ৪৯১৭ পয়েন্টে। মাসজুড়ে মোট ১৮ কার্যদিবসের মধ্যে ১৫ দিনেই সূচক ছিল পতনে। এর ফলে বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা, নেই নতুন করে বিনিয়োগ।

শুধু প্রধান সূচক নয়, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৭৪ পয়েন্ট, আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ কমেছে ৯২ পয়েন্ট। এতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য বলছে, এপ্রিল মাসে ১১ হাজার ৪২৯ জন বিনিয়োগকারী তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। বর্তমানে জিরো ব্যালেন্সের বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজারের বেশি। এক মাসেই সক্রিয় বিও অ্যাকাউন্ট কমেছে ১০ হাজারেরও বেশি।

এ অবস্থায় বিনিয়োগকারীরা হতাশ। অনেকে মনে করছেন, ধারাবাহিক পতনের ফলে বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এক বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন শুধু লোকসান গুনতে হচ্ছে, এর শেষ কোথায়—তা কেউ জানে না।”

পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাজারে মার্জিন ঋণ এখন গলার কাঁটা। এতদিন এটি নিয়ন্ত্রণে ছিল না। নতুন প্রস্তাবে ঋণের সীমা নির্ধারণসহ কয়েকটি খাতে এ ঋণ ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।”

টাস্কফোর্সের সুপারিশে উল্লেখ রয়েছে—লক-ইন শেয়ার, উদ্যোক্তা শেয়ার, প্লেসমেন্ট, অতালিকাভুক্ত কোম্পানি, বন্ড, ডিবেঞ্চার ও মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণের অর্থ ব্যবহার করা যাবে না।

এদিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, “বাজারে স্থিতিশীলতা আনতে হলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে। তবেই বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে।”

তবে বিএসইসির একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরে বাজারে বড় কোনো আইপিও আসার সম্ভাবনা নেই। এতে করে স্বল্পমেয়াদে বাজার ঘুরে দাঁড়ানোর আশাও ক্ষীণ।

এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে সম্প্রতি ২১ কর্মকর্তাকে বহিষ্কারের ঘটনায় বাজারে নেতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রথম প্রেমের বিষয়টাই খুব মধুর এবং সুন্দর: কমলিকা ব্যানার্জি Nov 05, 2025
img
দায়িত্ব পাওয়ার ৩ ঘণ্টার পরই ‎পদত্যাগ করলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার Nov 05, 2025
img
সর্বমিত্রের মাস্তানি আসলে শিবিরের মাস্তানি : জাহেদ উর রহমান Nov 05, 2025
img
সব অভিমান ভুলে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো: বিএনপি প্রার্থী Nov 05, 2025
img
গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এরশাদ উল্লাহ'র সহযোগী সরোয়ার বাবলা Nov 05, 2025
img
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে জয়া আহসান ও ইউএনডিপির শুভেচ্ছা দূত Nov 05, 2025
img
দেশজুড়ে এক মাসে ১৮ জেলায় কনসার্ট অ্যাশেজের Nov 05, 2025
img
সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত Nov 05, 2025
img
মামদানিকে শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান Nov 05, 2025
img
প্রতিবাদী ও বুদ্ধিজীবী আলোচনা বিনোদনের আড়ালে: কৌশিক সেন Nov 05, 2025
img
দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট দলে জায়গা পেলেন পান্ত Nov 05, 2025
img
লামিনে ইয়ামাল রিয়ালে মাদ্রিদে খেলার অযোগ্য: ইভান জামোরানো Nov 05, 2025
img
সর্ব মিত্রকে ট্রায়ালে ফেলবেন না : জুমা Nov 05, 2025
img
জাতীয় সংসদের অর্ধেক আসনের দাবি নারী নেত্রীদের Nov 05, 2025
img
জনসমর্থনে শীর্ষ ১০ এর ভিতর না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক রহমান Nov 05, 2025
img
বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন কোচ হান্সি ফ্লিক! Nov 05, 2025
img
কিছুক্ষণ পরই আকাশে দেখা দেবে ‘সুপারমুন’ Nov 05, 2025
img
রিমান্ডে সেই বুয়েট ছাত্র শ্রীশান্ত Nov 05, 2025
img
সার্ভার ত্রুটির কারণে নভেম্বরের এমপিও আবেদনের সময়সীমা বাড়াল মাউশি Nov 05, 2025
img
বরখাস্ত করা হলো পাকা কলা ঘুস নেওয়া সেই কর্মচারীকে Nov 05, 2025