বিশ্বখ্যাত সংগীতশিল্পী এড শিরান ঘোষণা দিয়েছেন তার নতুন অ্যালবামের। ‘প্লে’ শিরোনামের এই অ্যালবামটি প্রকাশিত হবে আগামী ১২ সেপ্টেম্বর, জিঞ্জারব্রেড রেকর্ডস ও আটলান্টিক রেকর্ডসের ব্যানারে। অ্যালবামের প্রথম গান ‘ওল্ড ফোন’ প্রকাশের মধ্য দিয়েই ভক্তদের জন্য এই সুখবর জানান তিনি।
এর আগে গত মাসে ‘আজিজাম’ শিরোনামে আরেকটি গানও প্রকাশ করেছেন শিরান, সেটিও এই অ্যালবামের।
শিরান জানান, নতুন অ্যালবামে ১৩টি গান থাকছে। এগুলোর সুর-সংগীতে রেখেছেন ভারতীয় ও পারস্যের সংগীতের ছোঁয়া। এ নিয়ে ভ্যারাইটির সাক্ষাৎকারে শিরান বলেন, ‘আনন্দ ও রঙের সঙ্গে সমন্বয় করতে চেয়েছি আমি।
গান করতে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, সেসব দেশের সংগীতের ধারা খোঁজার চেষ্টা করেছি। এই অ্যালবাম তৈরি করা আমার ক্যারিয়ারের সবচেয়ে সৃজনশীল অধ্যায়। কথা দিচ্ছি, এটা আবেগে পূর্ণ একটি যাত্রা হবে শ্রোতাদের জন্য।’
এদিকে এই অ্যালবামের প্রকাশনার জন্য তিন দিনব্যাপী বিশেষ কনসার্ট করবেন শিরান।
সেটাও আবার তাঁর স্বপ্নের জায়গা যুক্তরাজ্যের পোর্টম্যান রোড স্টেডিয়ামে। ছোটবেলা থেকেই এখানে পারফরম করার স্বপ্ন দেখে এসেছেন তিনি। এবার তা সত্যি হতে যাচ্ছে। ১১ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে তাঁর এই স্বপ্নপূরণের কনসার্ট।
আরএম/এসএন