আজ থেকে নতুন দামে বিক্রি হবে রুপাও, ভরি কত?

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (রোববার, ৪ মে) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে।

সবশেষ শনিবার (৩ মে) সন্ধ্যায় দেয়া এক বিজ্ঞপ্তিতে রুপার দাম কমিয়েছে বাজুস। এবার রুপার ২২ ক্যারেটের এক ভরিতে ৩৫ টাকা কমিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ চলতি বছরের ২২ এপ্রিল সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৬৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ হাজার ৮৪৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭৫০ টাকা। যা কার্যকর হয়েছিল গত ২৩ এপ্রিল থেকে।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয় বারের মতো সমন্বয় করা হলো রুপার দাম। এর মধ্যে বেড়েছে ১ বার, আর কমেছে ১ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

এদিকে, ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে একভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর ২৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৯ বার, আর কমেছে মাত্র ৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আমি হিংসার পক্ষে নই, নিজেদের ব্যর্থতার দায়ে পাকিস্তানের সাথে যুদ্ধ কোন সমাধান নয়: সাবেক কংগ্রেস নেত্রী May 04, 2025
img
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত May 04, 2025
img
ফিলিস্তিন থেকে ইসরায়েলকে সাহায্যের বার্তা May 04, 2025
img
গুঞ্জন বাড়ছেই, রাশমিকার সঙ্গে দূরত্ব বজায় রাখছেন বিজয় May 04, 2025
img
এবার ববি উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের May 04, 2025
img
ভারতের সেনা-বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২ May 04, 2025
img
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই May 04, 2025
img
স্বস্তিকার সঙ্গে ব্রেকআপটা আমিই করেছিলাম : পরমব্রত May 04, 2025
img
পাকিস্তানিরা ‘ব্যর্থ জাতি’, ‘ইসলাম জানে না’: আসাদউদ্দিন ওয়াইসি May 04, 2025
img
সালমান শাহ'র মৃত্যুর সময় আমি ঢাকায় ছিলাম না : ডন May 04, 2025