অনুশীলনে ফিরলেন বেলিংহ‍্যাম, ছিটকে গেলেন রদ্রিগো

সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে পাচ্ছে না দল। মৃদু জ্বর ও ঠাণ্ডার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশ সময় আজ (রবিবার) সন্ধ্যা ৬টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তার মুখোমুখি হবে রিয়াল। তার আগের দিন অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন রদ্রিগো। সংক্রমণ এড়াতে ক্লাবের মেডিকেল বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

ফলে তরুণ ফুটবলারদের নিয়ে কেবল ১৯ জনের দল গড়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এর আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েন আন্তোনিও রুডিগার, ফেরলঁ মঁদি, ডাভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কার্ভাহাল ও এদের মিলিতাও।

চলতি মৌসুমে একাধিক তারকা খেলোয়াড়ের ইনজুরিতে একাদশ গঠনে নিয়মিত ভুগছেন আনচেলত্তি। সেল্তার বিপক্ষেও তাকে নিতে হবে কঠিন পরীক্ষা।

৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ