কমবে বৃষ্টিপাত বাড়বে তাপমাত্রা

আগামী পাঁচদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে পারে।

রোববার (৪ মে) এ তথ্য জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। তিনি জানান, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও তা ছড়িয়ে পড়বে না। বেশির ভাগ এলাকাতেই আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী:

৫ মে (সোমবার): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৬ মে (মঙ্গলবার): রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৭ মে (বুধবার): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

৮ মে (বৃহস্পতিবার): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রা দিনের ও রাতের—দুই সময়েই বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসের শুরুতে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক। তবে দিনের তাপমাত্রা বাড়তে থাকায় সতর্ক থাকতে বলছেন তারা।


এসএস/এসএন

Share this news on: