আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন

ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল তিনটি সিজন শেষ করার পর এটির চতুর্থ সিজন আসতে চলেছে। বহুল আলোচিত সিরিজটির চতুর্থ সিজনের টিজার মুক্তি পেয়েছে গতকাল।

টিজারে দেখা যায়, এবার শান্তির গ্রাম ফুলেরায় নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে, সে এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভোটযুদ্ধে দুজনই ব্যাপক প্রতিদ্বন্দ্বী। বড় লড়াই হতে চলেছে।

কে জিতবে লড়াইয়ে। মিষ্টি প্রকৃতির গ্রামে রাজনৈতিক মেরুকরণে পেছনে কলকাঠি নাড়ছে কে, কিংবা প্রধানজির ওপর হামলার পেছনে কে, এসব প্রশ্নের উত্তর মিলবে এবারের সিজনে। সেই সঙ্গে সচিব জিতেন্দ্রর প্রেম কাহিনীও ফুটিয়ে তোলা হবে, এমনটাই আভাস মিলেছে টিজারে।

শনিবার (৩ মে) ওয়েভসে ‘পঞ্চায়ত ৪’-এর ফার্স্ট লুক টিজার উন্মোচনে অংশ নিতে সেখানে হাজির হয়েছিলেন সিরিজের শিল্পী ও কলাকুশলীরা।

জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার, পরিচালক দীপক কুমার মিশ্র ও লেখক চন্দন কুমার হাজির ছিলেন এ অনুষ্ঠানে।

‘পঞ্চায়ত ৪’-এর পরিচালক দীপক কুমার মিশ্র বলেছেন, ‘এ দেশের মানুষ ‘পঞ্চায়ত’কে অনেক ভালোবাসা দিয়েছেন। গ্রামের মানুষের জীবনকে দেখানো হয়েছে এই সিরিজে। সিজন ফোর আসতে চলেছে। আশা করছি, এই সিজনটিও সবার ভালো লাগবে।

পঞ্চায়েতের চতুর্থ সিজনে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রয়, সুনীতা রাজওয়ারসহ প্রমুখ। আগামী ২ জুলাই প্রাইম ভিডিওতে প্রকাশ হবে চতুর্থ সিজন।

আরএম/এসএন


Share this news on: