ক্রিকেটার নন, অভিনেতাকেই মন দিলেন সচিন-কন্যা সারা

সিদ্ধান্ত চতুর্বেদি যথেষ্ট রঙিন। এ কথা বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়। তিনি কবিতা লেখেন। তাঁর লেখা অনুরাগীদের পাশাপাশি বলিপাড়ারও পছন্দ।

সম্ভবত সেই সূত্র ধরে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছিল ‘গহেরাইয়াঁ’ অভিনেতার। বিগ বি-র বাবা নামজাদা কবি হরিবংশ রাই বচ্চন।

বলিউড যখন বচ্চন পরিবারের ‘নাতজামাই’-এর তকমা সিদ্ধান্তকে দিয়েই ফেলেছে তখনই নতুন প্রেমের চর্চা। নভ্যা নয়, সিদ্ধান্ত সময় কাটাচ্ছেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে! শহরের একাধিক রেস্তরাঁয়া একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে নতুন জুটিকে।

এসএন 

Share this news on: