কুমিল্লায় ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

কুমিল্লার লাকসামে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে রেলওয়ে (জিআরপি) থানার আওতাধীন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে (জিআরপি) পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত ওই কিশোরের পরিচয় জানা যায়নি।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় ওই কিশোরের মরদেহ পড়ে থাকে।

স্থানীয়রা জানিয়েছে, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। তবে ছাদ বা বগির দরজার সামনে থেকে পড়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এটি জানার পর লাকসাম রেলওয়ে (জিআরপি) থানা পুলিশকে অবহিত করেন তিনি।

এই ব্যাপারে লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়।

তার বয়স ১২ থেকে ১৪ বছর হবে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই কিশোরের এখনো পরিচয় পাওয়া যায়নি।

আরএম/এসএন  

 

Share this news on: