১০ মাসে এসেছে ২৪.৫৪ বিলিয়ন ডলার, এপ্রিলেই রেমিট্যান্স ২৭৫ কোটি ডলার

ঈদের পরও প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে অব্যাহত রয়েছে ইতিবাচক গতি। এই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার বা প্রায় ১,১১৯ কোটি টাকা রেমিট্যান্স।

এপ্রিল মাসের এ রেমিট্যান্সের পরিমাণ একক মাস হিসেবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে। যা ছিল একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছে গত বছরের ডিসেম্বর মাসে।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জা‌নিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৪৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৯১২ কোটি মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারের বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এতে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

এদিকে বৈধ পথে প্রবাসী আয় ইতিবাচক ধারায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। সেখান থেকে প্রতি মাসে কমতে–কমতে সরকার পতনের আগে গত জুলাই শেষে তা ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল। তবে সরকার পতনের পর আর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ এখন ২ হাজার ৭৪১ কোটি ডলার বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। প্রকৃত রিজার্ভ ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলার উঠেছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৩ গোলের লিডের পরেও কষ্টার্জিত জয় রিয়ালের May 04, 2025
img
পরকীয়ার জেরে নারীকে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড May 04, 2025
img
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি, রয়েছে চমক May 04, 2025
img
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইপিএলে রেকর্ড গড়লেন পরাগ May 04, 2025
img
সংবিধান রক্ষা করবেন কি-না, ট্রাম্প জানেন না May 04, 2025
img
ভোলায় বাস শ্রমিকদের ওপর হামলা, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট May 04, 2025
img
ভাইজানকে একা দায়ী করা ঠিক নয় বললেন নওয়াজউদ্দিন May 04, 2025
img
বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি : সাংবাদিকদের সালেহউদ্দিন May 04, 2025
বাংলাদেশীদের জন্য ভিসা দেয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত May 04, 2025
বাংলাদেশ খারাপ খেললেও আবার একটু পরে গিয়েই খেলা দেখি May 04, 2025