সংবিধান রক্ষা করবেন কি-না, ট্রাম্প জানেন না

যুক্তরাষ্ট্রের সংবিধান মানবেন কি না—এমন প্রশ্নের উত্তরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, "আমি জানি না।"

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই মন্তব্য প্রকাশিত হয়।

এনবিসি নিউজের ‘‘মিট দ্য প্রেস উইদ ক্রিস্টেন ওয়েকার’’ অনুষ্ঠানে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়—একজন প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের প্রতি আনুগত্য রাখা তার দায়িত্ব, এটা কি তিনি বিশ্বাস করেন? জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি জানি না।’’

সাক্ষাৎকারে তিনি তৃতীয়বারের মতো হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন না বলেও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ হলেও কিছুদিন আগে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি নিউজের ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অ-নাগরিক সবার জন্য সংবিধানে উল্লিখিত আইনি প্রক্রিয়ার অধিকার পাওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি আইনজীবী নই। তাই এই বিষয়ে আমি কিছু জানি না।’’
আদালতের শুনানি ছাড়াই অনিবন্ধিত অভিবাসীদের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন, ‘‘জাতীয় জরুরি পরিস্থিতি’’ মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ফেরার ইঙ্গিত এর আগেও দিয়েছিলেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারেন না।
কিন্তু গত মার্চে ট্রাম্প বলেছিলেন, তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে ‘‘মজা করছেন না।’’ এমনকি সেই সময় তিনি এমন কিছু ‘‘পদ্ধতির’’ কথা বলেন; যার মাধ্যমে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়েছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সংবিধান পরিবর্তন করে তৃতীয় মেয়াদের পথ খোলার জন্য দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ৩৮টির আইনসভার অনুমোদন প্রয়োজন হবে; যা অত্যন্ত কঠিন ও জটিল প্রক্রিয়া।

এনবিসির ক্রিস্টেন ওয়েকারকে ট্রাম্প বলেছেন, ‘‘এটি এমন কিছু নয়, যা আমি করতে চাইছি। আমি দুর্দান্ত চারটি বছর কাটাতে ও এরপর আদর্শিকভাবে এমন একজনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই, যিনি প্রকৃত রিপাবলিকান এবং দেশকে সামনে এগিয়ে নিতে পারবেন।’’

উত্তরসূরি কে হতে পারেন—এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নাম উল্লেখ করেন। একই সঙ্গে তাকে ‘‘একজন দারুণ মেধাবী মানুষ’’ হিসেবে অভিহিত করেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথাও বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘‘আমাদের দলে অনেক ভালো মানুষ আছেন।’’ সূত্র: এএফপি

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে রাশেদ খানের মামলা May 05, 2025
img
উত্তরার বাড়িতে থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা May 05, 2025
img
‘অভিনেতার দরকার নেই, এখন এআই দিয়েই সম্ভব’- বললেন নির্মাতা May 05, 2025
img
অবশেষে হ্যারি কেইনের স্বপ্নপূরণ May 05, 2025
img
হাসনাতের ওপর হামলা: কে এই নাসির মোড়ল? May 05, 2025
img
আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি : জামায়াত আমির May 05, 2025
img
সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য রাখাই বড় চ্যালেঞ্জ : প্রধান বিচারপতি May 05, 2025
img
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট May 05, 2025
img
হৃতিকের বোনের সারা দেহে আঘাতের চিহ্ন, ঘুমাননি ২৮ দিন May 05, 2025
img
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল ১ জনের May 05, 2025