পরকীয়া প্রেমের জেরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রাত্রা গ্রামের কমলা খাতুনকে (২৬) হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ মে) বিকালে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের চান মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৩)। একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মামলা সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত নারী কমলা খাতুনের সঙ্গে আসামি নিজাম উদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। কমলা খাতুন বিয়ের জন্য চাপ দিলে ২০২২ সালের ১৯ নভেম্বর আসামি নিজাম উদ্দিন কমলা খাতুনকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে। এ ঘটনায় কমলার ভাই মো. নিজাম উদ্দিন বাদি হয়ে পূর্বধলা থানায় মামলা করে।
পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ আগস্ট নিজাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আবুল হাসেম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ।
এসএম