ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধের প্রাণ গেল, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

রোববার (৪ এপ্রিল) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

রোববার রাত আটটার দিকে মাতুব্বরের দলের সোলেমান মাতুব্বর এবং মুন্সী দলের শাহআলমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, টেটা, রামদা, ইট প্রভৃতি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

সংঘর্ষে কুদ্দুস মোল্লা ৬০ নামের একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়। ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন জুবায়ের জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আহত ৬-৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম রিমান্ডে May 05, 2025
img
আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি May 05, 2025
img
‘কিছু ব্যক্তিত্ব’ ইউক্রেনের ইইউ সদস্যপদ আটকে দিয়েছে May 05, 2025
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে: জেলেনস্কি May 05, 2025
img
মাইক্রোসফট এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি May 05, 2025
img
কঙ্গনার ফিট থাকার নেপথ্যে যে পানীয় May 05, 2025
img
‘অন্তর্বর্তী সরকারের একমাত্র অর্জন আ. লীগের প্রতি সহানুভূতি’: রাশেদ খান May 05, 2025
img
গরমে বেড়াতে যাওয়ার আগে ব্যাগে রাখুন ৬ জরুরি জিনিস May 05, 2025
img
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো May 05, 2025
img
খালেদ-তানভিরদের ঘূর্ণিতে ১৪৭ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস May 05, 2025