জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইকে হত্যার ঘটনায় শ্যালকের কারাদণ্ড

ঝিনাইদহের হরিণাকুণ্ডে চাচাতো বোনের স্বামীকে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তের নাম সারজন আলী উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত মকজেল হোসেনের ছেলে।

রোববার (৪ মে) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ দণ্ড প্রদান করেন। সে সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৯৯৯ সালের ৫ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আলফাজ আলী মণ্ডলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর ৭ এপ্রিল নিহত আলফাজের বাবা আনজের আলী মণ্ডল বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন আলফাজ আলী মণ্ডল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বাড়ির পাশে রাস্তার ওপর ফেলে চরমপন্থী নেতা হানিফের নেতৃত্বে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। তখন প্রতিবেশীরা আত্মচিৎকার শুনে রাস্তায় আলফাজ আলী মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখে।

মামলায় তদন্ত শেষে আলফাজ আলী মণ্ডলের চাচা শ্বশুর মৃত মকজেল হোসেনের ছেলে সারজন আলীকে আসামি করে পুলিশ।

এজাহারে উল্লেখ করা হয়, চরমপন্থী নেতা হানিফ ও তার লোকজনকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায় সারজন আলী। ইসাহাক আলীর সঙ্গে তার আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ও আমাকে রীতিমতো চমকে দিয়েছে : অধরা খান May 05, 2025
img
নতুন পোপ হওয়ার আলোচনায় যাদের নাম May 05, 2025
img
চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, গুলশানের ফিরোজা বাসায় চলছে প্রস্তুতি May 05, 2025
img
বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয়ের ‘রেইড ২’ May 05, 2025
লাইভে গালাগাল, আওয়ামী কর্মীদের পালানোর নির্দেশ— কে এই কামাল? May 05, 2025
হাসনাতের উপর হামলার পিছনে তাহলে নাসির মোড়ল! May 05, 2025
এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের নির্দেশ May 05, 2025
img
বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ May 05, 2025
img
ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সাথে দেখা করতে পারবেন না May 05, 2025
ব্ল্যাকআউট মহড়া দিল ভারতীয় সেনা, সীমান্তে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত? May 05, 2025