জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে বহনকারী গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তামিম তামজীদ উৎস।
এদিকে তামিম তামজীদ উৎসের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তার মন্তব্যের স্কিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
পরে ওই পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন ছাত্রদল নেতা তামিম তামজীদ উৎস। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে আমার করা একটা পোস্ট নিয়ে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহর ওপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের ওপরে হামলার পরবর্তী কোনো ছবি/ভিডিও’র জন্য।
হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলের পোস্টটা আর দেখা যাচ্ছে না। অতঃপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি একটি ট্রল পোস্ট করি। পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলিট করে দেই।
আমার উক্ত পোস্টের জন্য আমি ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি। একই সঙ্গে পরবর্তী সময়ে যেন কোনো মানুষের ওপরে অন্যায়ভাবে হামলা করার সুযোগ কেউ না পায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই দেশে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য।
এসএম