টেস্ট আর ওয়ানডেতেও দীর্ঘমেয়াদী অধিনায়ক ঘোষণা করবে বিসিবি

গেল বছরের ডিসেম্বরেই নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করতে চান না তিনি। তার বদলে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস। অ্যাওয়ে সিরিজে অধিনায়ক লিটন নজরও কেড়েছিলেন।

যে কারণে দীর্ঘমেয়াদি সময়ের জন্য টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে লিটনকেই বেছে নিয়েছে বিসিবি। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, লিটন দাসই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক।

লিটনের নেতৃত্ব পাওয়ার দিনে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণাও করেছে বিসিবি। পরে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন টেস্ট এবং ওয়ানডেতেও লম্বা সময়ের জন্য অধিনায়ক চান তারা।

ফাহিম বলছিলেন, 'ওয়ানডে আর টেস্টেও আমরা দীর্ঘমেয়াদী অধিনায়কত্বে যাব। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। খুব দ্রুতই ৫০ ওভার ও টেস্ট অধিনায়কের ঘোষণা দিব। কারণ এটা খুব জরুরি, শূন্যস্থানটা যেন না থাকে।'

দীর্ঘমেয়াদী অধিনায়ক করার ব্যাখ্যাও দেন ফাহিম, 'আমরা হয়তো আরও দুই-আড়াই মাস পর টেস্ট খেলব (আসলে আগামী জুন মাসে)। এমনিতে সিরিজের এক সপ্তাহ আগে হয়তো জানানো হয়। কিন্তু অধিনায়কের যে দায়িত্ব থাকে দল তৈরি করা, সেটা শুধু ম্যাচের সময় নয়, পুরোটা সময়ই থাকে। তাই আমরা যত বেশি সময় দিব, অধিনায়কের জন্য ভালো হবে। তাই খুব শিগগিরই বোর্ড থেকে সিদ্ধান্ত আসবে।'

আরএম/এসএন 


Share this news on: