কাঁদলেন ইরফান পুত্র, এরপরই মুছে দেন আইডি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে অঝোরে কাঁদলেন প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। এক ভিডিও বার্তায় বলিউডের একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বৈষম্যের শিকার বলে দাবি করেন তিনি। এর কিছুক্ষণ পরেই অন্তর্জালকে বিদায় জানিয়ে নিজের আইডি ডিলেট করে দেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৪ মে) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন বাবিল। সেখানে তিনি বলেন, বলিউড একটা খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ়।

এরপরই একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বাবিল বলেন, আমি একটা কথাই আপনাদের বলতে চাই। এই বলিউডেই শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো লোকজন রয়েছেন। এমনকি অরিজিৎ সিং। তারা সবাই খুব রূঢ়।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমার এই বলিউডকে অনেক কিছু দেয়ার আছে। অথচ বলিউডের মতো ভুয়া জায়গা আর একটাও নেই। তবে কিছু ভালো মানুষও রয়েছেন। যারা বলিউডকে ভালো করে গড়ে তুলতে চান।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। ভিডিওটিতে নেটিজেনরা মন্তব্যের ঘরে লেখেন, বাবিলের প্রতি বলিউডের শিল্পীরা যেন সহানুভূতিশীল হন এবং তাকে বোঝার চেষ্টা করেন।

অনেকে আবার প্রশ্ন তোলেন। লেখেন, ঠিক কী ঘটেছে তার জীবনে, কেন নিজেকে এতটা অসহায় মনে করছেন ইরফানপুত্র?

এর কিছুক্ষণ পরই বাবিলের আপলোড করা ভিডিও ডিলেট হয়ে যায়। ইনস্টাগ্রাম আইডিটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এসএন 

Share this news on:

সর্বশেষ