গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার বিচার চেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সি।
সোমবার (৫ মে) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিচার চেয়েছেন তিনি।
এএফএম তারেক মুন্সি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব। তিনি কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
ওই পোস্টে তারেক মুন্সি লিখেন, ‘কুমিল্লার দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহর হামলাকারীদের বিচার চাই।’
এ বিষয়ে বিএনপি নেতা তারেক মুন্সি ঢাকা পোস্টকে বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর যারা হামলা করেছে তারা পতিত স্বৈরাচারের দোসর ছাড়া কেউ হতে পারে না। সেসব হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আরআর/এসএন