ভারতের বিরুদ্ধে ফের আগুনঝরানো মন্তব্য করলেন খালিস্তান আন্দোলনের বিতর্কিত নেতা গুরপতবন্ত সিং পান্নুন। পাকিস্তানের একটি জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, পাঞ্জাব থেকে ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন।
শনিবার (৩ মে) জিও নিউজের জনপ্রিয় রাজনৈতিক আলোচনা অনুষ্ঠান ‘জিরগা’-তে অংশ নিয়ে পান্নুন এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, “ভারতীয় সেনাবাহিনীতে থাকা শিখরা জানেন তাদের আসল শত্রু পাকিস্তান নয়, বরং ভারত নিজেই।” তার দাবি, শিখরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুদ্ধ নয়, বরং পাঞ্জাবের স্বাধীনতার জন্য লড়তে চায়।
তিনি আরও বলেন, “যদি কোনো শিখ সেনা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর চেষ্টা করে, তবে তাকেই পরাজিত করা হবে।”
এই খালিস্তানপন্থী নেতার মতে, স্বাধীন পাঞ্জাব বা খালিস্তানই পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির পথ। তিনি দাবি করেন, পাঞ্জাবের স্বাধীনতা প্রতিষ্ঠা হলে পাকিস্তানের উন্নয়নও তরান্বিত হবে।
এর আগে এক ভিডিও বার্তায়ও তিনি ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তার ভাষ্য, গোটা শিখ সম্প্রদায় পাকিস্তানের পক্ষে লড়বে যদি ভারত যুদ্ধ শুরু করে।
গুরপতবন্ত সিং পান্নুনের এই বক্তব্য নিয়ে ইতোমধ্যেই ভারতের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
এসএন