পেট্রাপোলে শুল্ক দপ্তরের সার্ভার বিকল, ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ

ভারতের শুল্ক দপ্তরের সার্ভার বিকল হয়ে পড়ায় পেট্রাপোল স্থলবন্দরে গত সাত দিন ধরে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ইন্টারনেট সংযোগ না থাকায় বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এই সংকটের দ্রুত সমাধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হস্তক্ষেপ চেয়ে ই-মেইল পাঠিয়েছে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শুল্ক দপ্তরের সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল থেকে দপ্তরের নির্দিষ্ট সার্ভার বিকল হয়ে পড়ে।

ফলে বন্দরসংলগ্ন শুল্ক দপ্তরের যাবতীয় ইন্টারনেটনির্ভর কাজ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত সেই সংযোগ ফেরানো সম্ভব হয়নি। কী কারণে এই সমস্যা, তা-ও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে। বর্তমানে শুধু পচনশীল পণ্যের ক্ষেত্রেই সীমিতভাবে রপ্তানি চালানো হচ্ছে, তা-ও বিকল্প পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে।

তবে অন্যান্য পণ্য রপ্তানি কার্যত স্তব্ধ।

অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘সার্ভার কেন নষ্ট হয়েছে, তার কোনো স্পষ্ট উত্তর দিচ্ছে না কর্তৃপক্ষ। এই সমস্যা চলতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ট্রাক দাঁড়িয়ে থাকলে পণ্যের মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ব্যবসায়ীদের ডিটেনশন চার্জ দিতে হয়। বাংলাদেশে ঠিক সময়ে পণ্য না পৌঁছলে আর্থিক লেনদেনেও সমস্যা দেখা দেয়। প্রতিদিনের বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

আরএম/এসএন 



Share this news on:

সর্বশেষ

img
এবারই প্রথম প্রেসক্লাবে ভোট দিচ্ছেন এফডিসির নির্মাতারা May 05, 2025
img
'বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হবে' May 05, 2025
img
২১ মে শুরু হতে পারে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি May 05, 2025
মিডিয়ায় টাকা-পয়সা ও সুগার ড্যাডি নিয়ে যা বললেন ফারিয়া May 05, 2025
img
বাংলাদেশ বিমানবাহিনী ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে? টিকটকে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি May 05, 2025
img
একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, যা বললেন অভিনেত্রী May 05, 2025
img
প্রেমিকাকে লুকাতে গিয়ে ধরা পড়লেন টম ক্রুজ! May 05, 2025
img
শাকিব খানকে নিয়ে চিত্রনায়িকা রত্না কবিরের তীব্র ক্ষোভ: “আপনি বাস্তবের নায়ক হতে পারেন না!” May 05, 2025
img
নির্বাচনের সময় নির্ধারণে কোনো চাপ নয়: ইইউ রাষ্ট্রদূত May 05, 2025
img
বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করা উচিত বলে মন্তব্য ভারতীয় উপস্থাপিকার May 05, 2025