মে মাস জুড়ে ওটিটি মঞ্চে কাদের রাজত্ব?

চলচ্চিত্রপ্রেমীরা এক সময়ে প্রেক্ষাগৃহে ছবিমুক্তির অপেক্ষায় দিন গুনতেন। এখন তাঁরা আর হলমুখী না হলেও, ওটিটি-তে কখন কী মুক্তি পাচ্ছে, তা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। হাতের মুঠোয় সাজানো থাকে নানা ধারার ছবি ও সিরিজ়। তার মধ্যে থেকে নিজের পছন্দমতো ‘কনটেন্ট’ বেছে নিতে হয়। দেখে নেওয়া যাক মে মাস জুড়ে কোন কোন সিরিজ় বা ছবি দর্শকের পছন্দের তালিকায় থাকতে পারে।

১। দ্য রয়্যাল্‌স: ঈশান খট্টর ও ভূমি পেডনেকর জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবির ঝলকে নতুন জুটির রসায়ন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ‘রম কম’ ঘরানার ছবি এটি। ছবিতে সোফিয়া নামে এক স্বাধীনচেতা মহিলার চরিত্রে রয়েছেন ভূমি। অন্য দিকে ঈশানের চরিত্রের নাম অভিরাজ। তিনি এক সম্ভ্রান্ত পরিবারের উত্তরাধিকারীর চরিত্রে অভিনয় করছেন। ৯ মে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবি।

২। সিস্টার মিডনাইট: এই ছবি নিয়ে প্রথম থেকেই আগ্রহ তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। তার অন্যতম কারণ, প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। উমা নামে এক সাহসী মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে। বিয়ের পরে সংসারে দমবন্ধ পরিস্থিতিতে ছোট শহরের মেয়ে উমা। কর্ণ কান্ধারির পরিচালিত ছবি দেখা যাচ্ছে মুবি-তে।

৩। কোস্টাও: নওয়াজ়উদ্দিন সিদ্দিকি অভিনীত এই ছবি ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিতে কোস্টাও ফার্নান্ডেজ়ের চরিত্রে রয়েছেন নওয়াজ়। সেজল শাহের এই ছবিতে রয়েছেন প্রিয়া বাপট, হুসেইন দলাল, মাহিকা শর্মাও। জ়ি ফাইভে দেখা যাচ্ছে এই ছবি।

৪। ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে— লভ কিল্‌স: ওটিটি জগতে থ্রিলার নিয়ে বিশেষ আগ্রহ দর্শকের। এমনই একটি সিরিজ় এটি। পুষ্কর সুনীল মহাবলম পরিচালিত এই সিরিজ়ের কেন্দ্রে রয়েছে এক সাংবাদিকের চরিত্র। অভিনয় করেছেন তিগমাংশু ধুলিয়া, দেবেন ভোজানি, এডওয়ার্ড সোনব্লিক, হাক্কিম শাহজাহান। সোনি লিভ-এ দেখা যাচ্ছে এই সিরিজ়।

৫। কাল: দ্য লেগাসি অফ রেসিংস: এই সিরিজ়ে রয়েছেন নিমরত কৌর, অমল পরাশর, ঋধি ডোগরা। রাজকীয় পরিবারের ভাইবোনদের মধ্যে রাজসিংহাসন দখল করা নিয়ে লড়াই তুলে ধরা হয়েছে এই ছবিতে। বর্তমানে জিয়ো হটস্টারে এই সিরিজ় দেখা যাচ্ছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ May 06, 2025
img
জামায়াত কর্মী সেজে পালাতে গিয়ে ধরা পড়লো কৃষকলীগ নেতা May 06, 2025
img
বান্দরবানে জুম ক্ষেতে মিলল খেয়াং নারীর মরদেহ May 06, 2025
সাকিব-মাহমুদউল্লাহকে ছাড়িয়ে পিএসএলে যে রেকর্ড গড়লেন রিশাদ May 05, 2025
img
সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ May 05, 2025
অভিনেত্রী নাবিলার সাথে এক্সক্লুসিভ ইন্টারভিউ May 05, 2025
অভিনেত্রী বন্নি থেকে ক্রিকেটার বন্নি। যে চ্যালেঞ্জ ছিলো May 05, 2025
img
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ২টি নতুন সেক্টর চায় বিএসএফ May 05, 2025
বাংলাদেশীদের জন্য কাজ হারাচ্ছে ভারতীয় শিল্পীরা May 05, 2025
হারের মুখে ১ রানে ম্যাচ ছিনিয়ে নিলো কলকাতা May 05, 2025