গত বছর প্রথমবারের মতো আয়োজন করা হয় সেলিব্রেটি ক্রিকেট লীগ (সিসিএল)। কিন্তু মাঝপথে মারামারির ঘটনার জেরে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ায় অনেকে ধারণা করেছিলেন, এই আয়োজন আর ফিরবে না। তবে সব শঙ্কা পেছনে ফেলে দুই বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে এই আসর। নতুন নামে—‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)।
যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও বাইশ গজের মাঠে নামছে শোবিজ তারকারা।
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নীল হুরেরজাহান। টুর্নামেন্টের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে জানান, খেলায় সবাইকে হারাতে চান তিনি।
নীল হুরেরজাহান বলেন, ‘হারাতে পারবো এই মনোবল আত্মবিশ্বাস নিয়েই খেলছি।
খেলা যখন শুরু করবো আত্মবিশ্বাস তো হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে। সো, সবাইকেই হারাবো এমনটাই বিশ্বাস করছি।’
নারী তারকাদের মাঝে কাকে আউট করতে চান জানতে চাইলে হুরেরজাহান বলেন, ‘একদম ফিক্সড কারো নাম মাথায় নেই। কারণ নিজেদের প্র্যাকটিস ছাড়া অন্য কারো খেলা দেখা হয়নি।
তবে যখন যে দলের সঙ্গে খেলবো, আমার অপজিটে যে ব্রাটার থাকবে তাকেই আউট করতে চাইবো।;
আরএ/টিএ