এই মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ দল। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সূচি অনুযায়ী, সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। পাকিস্তান সফর শেষে ১৩ জুন শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।
ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই, প্রেমাদাসা স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই একই মাঠে। ৮ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সব ম্যাচই হবে দিবা-রাত্রির।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১০ জুলাই পাল্লেকেলেতে, দ্বিতীয় ম্যাচ ১২ জুলাই ডাম্বুলাতে এবং শেষ ম্যাচ ১৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।