টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। এতদিনে হলিউডের এই তারকা একাই ছিলেন। মাঝে বেশ কয়েকজনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও কখনোই কোনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি তিনি।
তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে তার নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।
গত শুক্রবার রাতের ঘটনার পর সেই গুঞ্জনের পালে আরো হাওয়া লাগল। এদিন সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন টম এবং জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ খ্যাত আনা।
বেকহ্যামের পার্টিতে টম ক্রুজের সঙ্গে যে আনাও থাকবেন, এটা ছিল পাপারাজ্জিদের অজানা। ব্যস, পাপারাজ্জিদের ছবি আর ঘনিষ্ঠ সূত্রের বরাতে দুই তারকার প্রেম আবার শিরোনামে।
এদিন টম গাড়ি থেকে নামার সময় আলোকচিত্রীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে দেখা যায়, পাশের সিটে থাকা আনাকে আড়াল করার চেষ্টা করছেন তিনি। সে চেষ্টায় তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেম নিয়ে প্রথম খবর প্রকাশ করে পিপলডটকম।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যমটি দাবি করে, সম্পর্কের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তারা, একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করছেন।
গত ১৪ মার্চ লন্ডনে একই হেলিকপ্টার থেকে অবতরণ করতে দেখা যায় দুই তারকাকে। তখন বলা হয়েছিল, দুজন নতুন কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত কিন্তু পরে আর সেই সিনেমার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, গত কয়েক মাস যুক্তরাষ্ট্র বা ইউরোপের যেখানে টম গিয়েছেন, বেশির ভাগ সময় সঙ্গেই ছিলেন।
আগামী ৬ জুন মুক্তি পেতে যাচ্ছে আনা ডে আরমাসের ‘ব্যালেরিনা’।
আরএ/টিএ