হিথ্রো বিমানবন্দরের দিকে রওনা দিলেন খালেদা জিয়া

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী ‘এয়ার অ্যাম্বুলেন্স’ লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানটি মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তাকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা দলীয় সূত্র জানিয়েছে, তার অসুস্থতার খবর জানতে পেরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের একটি বিশেষ বিমান দিয়েছিলেন। গত ৮ জানুয়ারি সেই বিমানেই তিনি লন্ডনে যান। এবারও ওই একই ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ দেশে ফিরছেন তিনি।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ