নিউজিল্যান্ডকে হারিয়ে, বাংলাদেশ অধিনায়কের বার্তা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড 'এ' দলকে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। সিলেটের মাটিতে আজ সোমবার ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। বড় জয়ের পর বোলারদের আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক।

সোহান বলছিলেন, ‘দেখুন, আমি টসের সময় বলেছিলাম আমার কাছে মনে হয় সঠিক চ্যানেলে শুরু করাটা গুরুত্বপূর্ণ। খালেদ এবং শরিফুল প্রথম বল থেকেই একদম সঠিক চ্যানেলে বোলিং করেছে।'
'আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম ওইভাবে করার চেষ্টা করেছি। উইকেট অবশ্যই অনেক ভালো ছিল কিন্তু প্রথম ৫-৬ ওভারে আমার কাছে মনে হয় একটু ময়েশ্চার ছিল, ওইটা কাজে লাগাতে পেরেছি আমরা ভালো মতো।'-যোগ করেন তিনি।

তবে দল হিসেবে খেলেই ভালো করেছে বাংলাদেশ। সোহান বলেন, 'আমার মনে হয় দল হিসেবে খেলাটা...(গুরুত্বপূর্ণ)। সবসময় যেটা বলে এসেছি বোলিং ইউনিট অবশ্যই কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সবমিলিয়ে যদি বলেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—আমরা যেহেতু ৭ উইকেটে জিতেছি, দল হিসেবে আমরা ভালো করতে পেরেছি। আজকে যে ভুলগুলো ছিল পরের ম্যাচে যেন আরও গুছিয়ে উঠতে পারি এবং অবশ্যই চেষ্টা করব যাতে দল হিসেবে খেলতে পারি।’
‘গতকালও আমি বলেছি আমরা এখানে শিখতে আসিনি, আমরা ম্যাচ জিততে এসেছি। এবং ম্যাচ জেতার যতটুুকু এফোর্ট দেয়া লাগবে—অবশ্যই খেলায় হার-জিত থাকবে। একই সঙ্গে ম্যাচ জেতার মানসিকতা নিয়ে আমরা সবসময় মাঠে আসতে চাই।’-যোগ করেন তিনি।

জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সোহান, ‘ওদের ব্যাটিং লাইনআপ যদি দেখেন ওদের দলে কিন্তু দুই-তিনটা অলরাউন্ডার আছে। দল হিসেবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় পরের ম্যাচে ওরা আরও শক্তিশালী হয়ে আসবে।'
'অবশ্যই, যেটা বললাম আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি। আসলে যেভাবে শুরু করেছি—এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা ওই দলের দিকে থাকে। অবশ্যই, আমরা চাইবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি।’-যোগ করেন তিনি। 

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফেনীতে আ. লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার May 06, 2025
img
স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল May 06, 2025
img
বাস দুর্ঘটনায় একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আহত, নিহত এক May 06, 2025
img
রাজনৈতিক পালাবদল: ৮ মাসে বন্ধ ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক May 06, 2025
img
হামলার আশঙ্কায় শেহবাজ শরিফের মালয়েশিয়া সফর স্থগিত May 06, 2025
img
আ. লীগ আমলে দেয়া গণমাধ্যমের লাইসেন্স তদন্ত করা হবে: তথ্য উপদেষ্টা May 06, 2025
তিশা বা শুভকে দোষ দিবেন না! নেপথ্য কাহিনি শোনালেন অরণ্য May 06, 2025
img
শেখ মুজিব তার পরিবারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে: মাহফুজ আলম May 06, 2025
img
ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ থানার ওসিকে বদলি May 06, 2025
img
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা May 06, 2025