গায়ক আসিফ আকবর চান মেয়ে বড় হয়ে ফাইটার বিমান চালাবে। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। সারা দেশে তার অসংখ্য ভক্ত।
আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। আজ সংগীতশিল্পী তার মেয়েকে নিয়ে এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, তার মেয়ে আইদাহ্ বড় হয়ে ফাইটার প্লেন চালাবে।আসিফ আকবর লিখেছেন, ‘আজ আমাদের মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন।
তিন বছর পেরিয়ে আইদাহ্ এখন চার বছরে পড়ল। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ্। হাসিখুশি মেয়েটা আমার জিদ্দিও যথেষ্ট।’‘নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।
আমার খুব শখ আইদাহ্ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে। সেই লক্ষ্যে যা যা করণীয়, বাবা হিসেবে সবই করব ইনশাআল্লাহ। তার জীবনের শিক্ষা এবং গতি-প্রকৃতি নিয়ে ভবিষ্যতের প্ল্যানেই আছি। বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখে যেতে চাই, বাকি আল্লাহ মালিক জানেন।’সংগীতশিল্পীর ভাষ্য, ‘মেয়ের জন্মদিনে ঢাকায় নেই, দক্ষিণ কোরিয়া এসেছি কনসার্টে।
এখানে বাচ্চাদের সাথেই সময় কাটাব, গান গাইব। খুব মিস করব, কিছু করার নেই। মেয়ে আমাকে সব সময় খুব খুঁজতে থাকে, বাসায় থাকলে পাশেই থাকে। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আইদাহ্ মামণি। আনন্দে বাঁচো।ভালোবাসা অবিরাম।’
এমআর/টিএ