শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচে ২৭ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ছয় ম্যাচের সিরিজে এখন ৩-২ ব্যবধানে এগিয়ে আছে জুনিয়র টাইগাররা।
সোমবার অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৯৬ রানে অলআউট হয়। দলটির পক্ষে আধাম হিমলি করেন সর্বোচ্চ ৫১ রান এবং বিমাঠ দিনসারা করেন ৪২ রান। বাংলাদেশের সামিউন বশির ৩৫ রানে ৩ উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। রিজান হোসেন, ফারহান শাহরিয়ার ও সাদ ইসলাম নেন ২টি করে উইকেট।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে দুই ওপেনার জাওয়াদ আবরার (৭) ও কালাম সিদ্দিকি অলিন (১) ফিরে যান। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমও করেন মাত্র ৪ রান। মাঝে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ সাময়িক প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ।
শেষ দিকে সামিউন বশির ও ফরিদ হাসান কিছুটা লড়াই করলেও ম্যাচ জেতার মতো জুটি গড়তে ব্যর্থ হন। সবশেষে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
সিরিজের শেষ ম্যাচে জয় পেতে না পারলে টাইগার যুবারা শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হাতছাড়া করবে।