বলিউডের অর্ধেক বিক্রি হয়ে গেছে আর বাকিরা ভয়ে চুপ : প্রকাশ রাজ

আবারও বোমা ফাটালেন বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ। মুখ খুললেন রাজনীতি ও চলচ্চিত্র জগতের চুপ থাকা নিয়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিকেও একহাত নিয়েছেন।
 
প্রকাশ রাজ বলেন, ‘যেকোনো শক্তিশালী সরকারই বিরোধী কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু শিল্পীদের ভেতরেও সেই সচেতনতা থাকা উচিত। তারা যেন সাহসী ছবি বানাতে পারে, এবং সেই ছবি মুক্তি পাওয়ার লড়াইটাও লড়ে।’

বলিউডে সহ-অভিনেতাদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার নিজের সহকর্মীদের মধ্যে অর্ধেক বিক্রি হয়ে গেছে, আর বাকি অর্ধেক চুপ। কারণ ওদের ভেতরে সাহস নেই।’
 
বলিউডের সহকর্মীদের প্রসঙ্গে তিনি আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, ‘আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যারা বলেন—‘প্রকাশ, তোমার সাহস আছে তাই তুমি বলো, আমি পারি না।’

‘আমি তাদের জবাবে বলি, তোমাকে বুঝতে পারছি, কিন্তু ক্ষমা করতে পারছি না। কারণ, ইতিহাস যখন লেখা হবে, তখন যারা অপরাধ করেছে, তাদের ক্ষমা করা হতে পারে। কিন্তু যারা চুপ ছিল, তাদের নয়। সবাইকেই দায়িত্ব নিতে হবে।’
 
নিজের কাজের ক্ষেত্রেও এই অবস্থানের প্রভাব পড়েছে বলে জানান পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। তিনি বলেন, ‘হ্যাঁ, আগের মতো কাজ পাচ্ছি না। অনেকে ভাবে, আমাদের সঙ্গে কাজ করলে তারা সুবিধা পাবে না। এই পরিবেশ এমনই। তবে এটাই আমাকে আরও শক্ত করে তোলে— বলতে বাধ্য করে, এটা ঠিক নয়। আমাদের আওয়াজ তুলতেই হবে।’

যখন সরাসরি তাকে প্রশ্ন করা হয় মত প্রকাশ করলে কি কাজের সুযোগ কমে যায়? তিনি জবাব দেন, ‘একেবারে কাজ বন্ধ হয় না, কিন্তু আগের মতোও হয় না।’

কাজের দিক থেকে, সম্প্রতি প্রকাশ অভিনয় করেছেন সুরিয়া অভিনীত তামিল রোমান্টিক অ্যাকশন ছবি ‘রেট্রো’তে, যা গত ১ মে মুক্তি পেয়েছে। এছাড়াও তার হাতে রয়েছে পাওয়ন কল্যাণের তেলেগু অ্যাকশন থ্রিলার ‘দে কল হিম ওজি’ এবং তামিল রাজনৈতিক ড্রামা ‘জন নয়গন’ যা রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে, থালাপতি বিজয়ের শেষ ছবি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
এবার হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা May 06, 2025
img
বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার May 06, 2025
img
ফেনীতে আ. লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার May 06, 2025
img
স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল May 06, 2025
img
বাস দুর্ঘটনায় একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আহত, নিহত এক May 06, 2025
img
রাজনৈতিক পালাবদল: ৮ মাসে বন্ধ ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক May 06, 2025
img
হামলার আশঙ্কায় শেহবাজ শরিফের মালয়েশিয়া সফর স্থগিত May 06, 2025
img
আ. লীগ আমলে দেয়া গণমাধ্যমের লাইসেন্স তদন্ত করা হবে: তথ্য উপদেষ্টা May 06, 2025
তিশা বা শুভকে দোষ দিবেন না! নেপথ্য কাহিনি শোনালেন অরণ্য May 06, 2025
img
শেখ মুজিব তার পরিবারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে: মাহফুজ আলম May 06, 2025