প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে মারধর

কুষ্টিয়ায় শারমিন সুলতানা নামে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে সরকারি চাকরি, জমি, ঘর ও ভাতার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ জন মানুষের কাছ থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা সোমবার (৫ মে) দুপুরে কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তাকে মারধর করেন।

পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শারমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি একজন এমবিবিএস চিকিৎসক এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করেন বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুরের মুজিবনগরের বাসিন্দা সুমি খাতুন অভিযোগ করে বলেন, “ডা. শারমিন আমাদের সরকারি চাকরি, জমি ও ভাতার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ লাখ টাকা নিয়েছেন। টাকা ফেরত চাইলে আজ আমাদের মারধর করে পালানোর চেষ্টা করেন।”

একই অভিযোগ করেন চুয়াডাঙ্গার দর্শনার সালমা খাতুন, খাদিজা খাতুন ও দামুড়হুদার জাহিরা খাতুন। কেউ ছাগল বিক্রি করে, কেউ ধারদেনা করে টাকা দিয়েছেন বলে জানান তারা।

অভিযুক্ত ডা. শারমিন সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কাছ থেকে টাকা নিইনি। তারা মিথ্যা অভিযোগ তুলে আমাকে মারধর করেছে, এমনকি গহনা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বেশ কয়েকজন নারী তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

তিশা বা শুভকে দোষ দিবেন না! নেপথ্য কাহিনি শোনালেন অরণ্য May 06, 2025
img
শেখ মুজিব তার পরিবারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে: মাহফুজ আলম May 06, 2025
img
ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ থানার ওসিকে বদলি May 06, 2025
img
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা May 06, 2025
img
রাবি ছাত্রদলের স্ক্রিনশট ফাঁস, শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা May 06, 2025
img
মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি চলবে, ঋণে চাপ অব্যাহত May 06, 2025
img
১০ মাসে রপ্তানি হয়েছে ৪০২০ কোটি ডলারের পণ্য May 06, 2025
img
নায়কের থেকে বেশি কাজ, তবু কম পারিশ্রমিক: প্রযোজক হয়েই প্রশ্ন তুললেন কৌশানী May 06, 2025
img
‘বিনোদিনী’ হয়ে বাজিমাত, দাদাসাহেব ফালকে ফেস্টিভ্যালে সেরা রুক্মিণী May 06, 2025
img
‘লাইক-কাণ্ডে’ কোহলির সাফাই, রাহুল বৈদ্যর খোঁচা: আমাকেও তো ব্লক করেছে! May 06, 2025