সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ের ঘটনায় ৪ প্রতারক গ্রেফতার
মোজো ডেস্ক 10:51PM, May 05, 2025
ময়মনসিংহে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করার ঘটনায় ৪ প্রতারককে গ্রেফতার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা। এ সময় আসামিদের কাছ থেকে একটি টয়েটা গাড়ি, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৫ মে) দুপুরে এ ঘটনায় মামলা করে গ্রেফতার আসামিদের মুক্তাগাছায় থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১৪।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. নয়মুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। সে মুক্তাগাছার এক মেয়ের সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে ফুঁসলিয়ে গোপনে বিয়ে রেজিস্ট্রি করে। এরপর আসামি মাহিন শ্বশুরের বাসায় বেড়াতে গেলে তার কাছে মেজরের পরিচয়পত্র এবং কর্মস্থল সম্পর্কে জানতে চান শ্বশুরবাড়ির লোকজন। এ সময় আসামি অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে এবং একপর্যায়ে সে নিজেকে র্যাব-১৪ এর ময়মনসিংহের সিও হিসেবে দায়িত্ব পেয়েছে বলে জানায়। কিন্তু পরিবারের সদস্যদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করলে এই পরিচয়ের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে অভিযান চালিয়ে আসামি মাহিনসহ ৪ প্রতারককে গ্রেফতার করা হয়।