স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গতকাল সোমবার (৫ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। এছাড়া গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি বলেছেন, এখন থেকে সেনারা গাজায় প্রবেশ করে আর বের হয়ে যাবে না। তারা সেখানে সবসময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত গাজার মোট অঞ্চলের তিনভাগ দখল করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ওই জায়গাগুলো থেকে গাজাবাসীদের সরিয়ে দিয়ে ওয়াচ টাওয়ার এবং নজরদারি চৌকি তৈরি করেছে তারা। এ অঞ্চলগুলোতে ‘নিরাপত্তা জোন’ হিসেবে অভিহিত করছে দখলদাররা। তবে ইসরায়েল এখন এই জায়গাতেই থেমে থাকবে না। তাদের পরিকল্পনা হলো পুরো গাজা স্থায়ীভাবে দখল করা।
গত রোববার দখলদার ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় হামলার পরিধি বাড়ানো ও নতুন পরিকল্পনা গ্রহণ করে। আর এ পরিকল্পনা অনুযায়ী, গাজার সব অঞ্চল দখল করা হবে রয়টার্সকে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। এ সময় গাজার বেসামরিক মানুষকে দক্ষিণ দিকে সরিয়ে দেওয়া হবে এবং ত্রাণ সামগ্রী যেন হামাসের হাতে না পড়ে সেটি নিশ্চিত করা হবে।

যখন গাজায় নতুন করে ব্যাপক হামলা চালানো শুরু হবে তখন সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলের রাফাতে ত্রাণসামগ্রী দেওয়া হবে বলে আরও জানিয়েছেন এ কর্মকর্তা। তবে এগুলো দেওয়ার দায়িত্ব কোনো আন্তর্জাতিক সংস্থা নয়; বরং একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া যাবে। যারা গাজার প্রত্যেক পরিবারের একজন সদস্যের হাতে ত্রাণ তুলে দেবে। এই ত্রাণসামগ্রী বিতরণে দখলদার ইসরায়েলি সেনারা সরাসরি জড়িত থাকবে না।
দেড় বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চললেও এ উপত্যকায় স্থায়ীভাবে থাকার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখায়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন সরকার যে পরিকল্পনা করছে সেটি নিয়ে তারা এখনো কোনো মন্তব্য করেনি।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন, যখন হামলার তীব্রতা বাড়ানো হবে তখন গাজার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাদের একদিকে সরিয়ে নেওয়া হবে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সানি লিওনের নামে ভক্তের ট্যাটু, অভিনেত্রীর আবেগঘন প্রতিক্রিয়া May 06, 2025
img
বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ May 06, 2025
যে ঘটনা শুনলে অবাক হবেন | ইসলামিক জ্ঞান May 06, 2025
হযরত ফাতেমা রাঃ এর অলৌকিক ঘটনাবলী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 06, 2025
বলিউডকে চোর বললেন নওয়াজউদ্দিন May 06, 2025
img
এই মুহূর্তে দরকার নেই প্রাদেশিক সরকার, দেশের জন্য ঝুঁকিপূর্ণ May 06, 2025
img
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর May 06, 2025
জামায়াত নেতা আজহার'কে নিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী তামিম May 06, 2025
খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা জানাল বিএনপির নেতাকর্মীরা May 06, 2025
ফিরোজায় রান্নার দায়িত্বে জিয়াউর রহমানের বাবুর্চি May 06, 2025