ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের

কুড়িগ্রামের রাজিবপুরে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে আমজাদ হোসেন (২৩) নামে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে রাজিবপুর সদর ইউনিয়নের ফাটকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি টাঙ্গালিয়া পাড়ার ছফর আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে একটি বালু ভর্তি ট্রাক্টর ফাটকপাড়া থেকে টাঙ্গালিয়া পাড়া যাওয়ার পথে গাড়ি থেকে ছিটকে পড়েন আমজাদ হোসেন (৩০)।

পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুজন সহকারীকে নিয়ে চালক ট্রাক্টরটি চালাচ্ছিলেন বলেও জানান স্থানীয়রা।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএম/এসএন 

Share this news on: