ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অতিমাত্রায় উত্তেজনার জেরে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসায় এ দু’টি দেশ বর্তমানে খাদের কিনারায় আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব বলেন, “গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ উত্তেজনার মধ্যে রয়েছে এবং বর্তমানে দুই দেশই রীতিমতো ফুটন্ত অবস্থায় আছে। যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়, তাহলে ওই অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”

“যেহেতু উভয় দেশই একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই বর্তমানে উভয়েরই উচিত হবে শান্ত থাকা। একমাত্র তাহলেই খাদের কিনারা থেকে সরে আসা সম্ভব। আমি ভারত ও পাকিস্তান উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”

গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও  কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও।

এ হামলাকে ঘরে গত দু’সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে যে কোনো সময় পাকিস্তানে অভিযান শুরুর অনুমতি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান গত কয়েক দিনে দু’দফা পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আর্সেনালের খেলোয়াড়দের জীবন বাজি রেখে খেলতে বললেন আর্তেতা May 06, 2025
img
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসি বদলি করা হয়েছে May 06, 2025
img
ফিলিস্তিনি লেখক পেলেন পুলিৎজার পুরস্কার May 06, 2025
img
ভারতের বিরুদ্ধে জাতিসংঘে পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের May 06, 2025
img
‘ভবিষ্যতে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা হতে পারে’ May 06, 2025
img
সন্তানদের জন্যই মেট গালায় শাহরুখ, জানালেন ‘এটাই শেষ’ May 06, 2025
খালেদার অ'সু'স্থ'তার জন্য কাকে দায়ী করলেন সমর্থক May 06, 2025
বিমানবন্দরে যেভাবে বরণ করা হলো খালেদা জিয়াকে May 06, 2025
img
বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে সাড়া ফেলল চীন May 06, 2025
img
এ টি এম আজহারের জন্য দোয়া চেয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট May 06, 2025