ব্রাজিলের কোচ হতে আর কোন বাধা নেই আনচেলত্তির!

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই হচ্ছে নানা নাটকীয়তা। তবে অবশেষে সেই নাটকীয়তার অবসান ঘটতে চলেছে বলে মনে হচ্ছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, অভিজ্ঞ এই ইতালিয়ান কোচকে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য ছেড়ে দিতে মৌখিকভাবে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ।

কিছুদিন আগেও আনচেলত্তির ব্রাজিল যাত্রা নিয়ে ধোঁয়াশা ছিল। ‘দ্য অ্যাথলেটিক’ প্রথমে জানিয়েছিল, তিনি জুনে সেলেসাওদের কোচ হচ্ছেন। কিন্তু পরে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ খবর দেয়, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আপত্তির কারণে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আনচেলত্তির আলোচনা ভেস্তে গেছে। পেরেজ চুক্তির মেয়াদের আগে আনচেলত্তিকে ছাড়তে রাজি ছিলেন না এবং আনচেলত্তিও চুক্তি বাতিলের ক্ষতিপূরণ ছাড়া ক্লাব ছাড়তে চাননি, কারণ রিয়ালের সঙ্গে তার চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত।

তবে, নিউইয়র্কভিত্তিক ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’-এর সর্বশেষ প্রতিবেদন ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর বয়ে এনেছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তির মধ্যে একটি মৌখিক সমঝোতা হয়েছে। এর ফলে, ৬৫ বছর বয়সী এই কোচ লা লিগা মৌসুম শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়তে পারেন। এমনকি এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে, আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচের পরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সিবিএফ দীর্ঘদিন ধরেই আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে আগ্রহী ছিল। বিশেষ করে গত মার্চে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর তারা নতুন করে আলোচনা শুরু করে। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পাওয়াকে ‘স্বপ্ন পূরণ’ বলে অভিহিত করেছেন।

সবকিছু ঠিকঠাক থাকলেও মূল বাধা ছিল আনচেলত্তির চুক্তি এবং তার বাতিলের শর্তাবলী। রিয়াল মাদ্রিদ চুক্তির মেয়াদের আগে চলে যাওয়ার জন্য আনচেলত্তিকে বাকি সময়ের বেতন বা ক্ষতিপূরণ দিতে নারাজ ছিল, অন্যদিকে আনচেলত্তিও বিনা ক্ষতিপূরণে যেতে চাননি। তবে সর্বশেষ খবর অনুযায়ী, দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে, যা আনচেলত্তির ব্রাজিল যাত্রার পথ খুলে দিয়েছে। যদিও রিয়াল মাদ্রিদ ক্ষতিপূরণ দিয়ে তাকে বিদায় জানাচ্ছে, নাকি আনচেলত্তি নিজেই কোনো অর্থ না নিয়ে ক্লাব ছাড়তে রাজি হয়েছেন, সে বিষয়ে অবশ্য প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যদি আনচেলত্তি সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে যান, তবে তার জায়গায় বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ এবং রিয়ালের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোকে দেখা যেতে পারে। আর ব্রাজিলে আনচেলত্তির নতুন অধ্যায় শুরু হতে পারে আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ May 06, 2025
img
বাংলাদেশের শাকিব খানকে অনুকরণ করলেন শাহরুখ! May 06, 2025
img
প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীলঃআদিলুর রহমান May 06, 2025
img
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ বন্ধুর, ২ জন হাসপাতালে May 06, 2025
img
খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা May 06, 2025
img
আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেফতার May 06, 2025
img
যে কারণে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না আর্সেনাল ও বার্সেলোনাকে May 06, 2025
img
সরকার প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে তরুণদেরঃ আসিফ মাহমুদ May 06, 2025
img
শীগ্রই দেশে ফিরবেন তারেক রহমান : ডা. জাহিদ May 06, 2025
img
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব May 06, 2025