পুতিনের আমন্ত্রণে শি জিনপিং-এর রাশিয়া সফর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নাটকীয় পরিবর্তন। চিরাচরিত মিত্রতা ও কূটনৈতিক সম্পর্কের ধারায় ভাঙন ধরিয়ে দিয়েছেন তিনি। চীনের সঙ্গে শুরু করেছেন শুল্কযুদ্ধ, আর রাশিয়ার সঙ্গে সম্পর্কের নানা জটিল সমীকরণ।

এমন ঘোলাটে প্রেক্ষাপটে আরও ঘনিষ্ঠ হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী ঘিরে আয়োজিত রাশিয়ার সামরিক মহড়ায় এবার আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন শি জিনপিং।

রাশিয়ার সামরিক শক্তির এই প্রদর্শন মূলত একটি রাজনৈতিক বার্তা, বিশ্বব্যবস্থায় রাশিয়া-চীন জোট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আর চাপের মুখেও রাশিয়া একের পর এক অবস্থান জিতে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সেনা সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে পশ্চিমা শক্তিগুলোর। তবে চীন বরাবরই দাবি করে আসছে, তারা কেবল অর্থনৈতিক সহযোগিতাই করছে। চীন-রাশিয়া বাণিজ্যিক অংশীদারিত্ব, বিকল্প বৈশ্বিক কাঠামো গঠনের উদ্যোগ এবং ইরান, উত্তর কোরিয়া, তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে জোট গড়ার কৌশল বর্তমানে পশ্চিমা বিশ্বে বড় এক উদ্বেগের কারণ।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই মিত্রতাকে ভাঙার কৌশল নিলেও তেমন সফল হয়নি। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার কথা বললেও, বাস্তবে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছেন, এমনকি বিরল খনিজ সম্পদের বিনিময়ে রাজনৈতিক চুক্তি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, চীনকেও চাপে ফেলতে শুরু হয়েছে বাণিজ্যযুদ্ধ। কিন্তু পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসনকে অনেকটা ব্যাকফুটে নিয়ে গেছে।

এই প্রেক্ষাপটে শি জিনপিংয়ের আসন্ন রাশিয়া সফর কেবল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর নয়। বরং এটি ট্রাম্পের নীতির প্রতি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বিশ্লেষিত হচ্ছে। পুতিন-শি জিনপিং বৈঠকে তাদের মিত্রতা আরও দৃঢ় করার পাশাপাশি একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চায় ওয়াশিংটনকে, বিশ্বে এখন বিকল্প শক্তির কেন্দ্রও গড়ে উঠছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আর্সেনাল খেলোয়াড়দের জীবন বাজি রেখে খেলতে বললেন আর্তেতা May 06, 2025
img
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসি বদলি করা হয়েছে May 06, 2025
img
ফিলিস্তিনি লেখক পেলেন পুলিৎজার পুরস্কার May 06, 2025
img
ভারতের বিরুদ্ধে জাতিসংঘে পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের May 06, 2025
img
‘ভবিষ্যতে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা হতে পারে’ May 06, 2025
img
সন্তানদের জন্যই মেট গালায় শাহরুখ, জানালেন ‘এটাই শেষ’ May 06, 2025
খালেদার অ'সু'স্থ'তার জন্য কাকে দায়ী করলেন সমর্থক May 06, 2025
বিমানবন্দরে যেভাবে বরণ করা হলো খালেদা জিয়াকে May 06, 2025
img
বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে সাড়া ফেলল চীন May 06, 2025
img
এ টি এম আজহারের জন্য দোয়া চেয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট May 06, 2025