আগামী বুধবার ফেরত যাবে মিয়ানমার সেনা ও বিজিপিসহ ৩৪ নাগরিক

মিয়ানমারের রাখাইনে তীব্র সংঘাতের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপিসহ ৩৪ নাগরিককে আগামী বুধবার (৭ মে) ফেরত পাঠানো হচ্ছে। ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার (৫ মে) রাতে বলেন, রাখাইনে তীব্র সংঘাতের মুখে বিভিন্ন সময়ে ৩৪ জন বিজিপি, সেনা ও সাধারণ নাগরিক পালিয়ে বাংলাদেশে এসেছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

কবক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, মিয়ানমারের ৩৪ জন নাগরিক আগামী বুধবার ফেরত যাবেন। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে (বিমানবন্দর) বর্হিবিশ্বের সঙ্গে যাত্রী চলাচলের ব্যবস্থা নেই, তাই মিয়ানমারের এসব নাগরিককে ফেরত পাঠাতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, ইতোমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে তাদের ফেরত পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নিদের্শনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ May 06, 2025
img
বাংলাদেশের শাকিব খানকে অনুকরণ করলেন শাহরুখ! May 06, 2025
img
প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীলঃআদিলুর রহমান May 06, 2025
img
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ বন্ধুর, ২ জন হাসপাতালে May 06, 2025
img
খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা May 06, 2025
img
আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেফতার May 06, 2025
img
যে কারণে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না আর্সেনাল ও বার্সেলোনাকে May 06, 2025
img
সরকার প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে তরুণদেরঃ আসিফ মাহমুদ May 06, 2025
img
শীগ্রই দেশে ফিরবেন তারেক রহমান : ডা. জাহিদ May 06, 2025
img
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব May 06, 2025