আগামী বুধবার ফেরত যাবে মিয়ানমার সেনা ও বিজিপিসহ ৩৪ নাগরিক

মিয়ানমারের রাখাইনে তীব্র সংঘাতের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপিসহ ৩৪ নাগরিককে আগামী বুধবার (৭ মে) ফেরত পাঠানো হচ্ছে। ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার (৫ মে) রাতে বলেন, রাখাইনে তীব্র সংঘাতের মুখে বিভিন্ন সময়ে ৩৪ জন বিজিপি, সেনা ও সাধারণ নাগরিক পালিয়ে বাংলাদেশে এসেছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

কবক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, মিয়ানমারের ৩৪ জন নাগরিক আগামী বুধবার ফেরত যাবেন। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে (বিমানবন্দর) বর্হিবিশ্বের সঙ্গে যাত্রী চলাচলের ব্যবস্থা নেই, তাই মিয়ানমারের এসব নাগরিককে ফেরত পাঠাতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, ইতোমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে তাদের ফেরত পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নিদের্শনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মহাসমাবেশে আপত্তিকর শব্দচয়ন সমর্থন করে না হেফাজতে ইসলাম May 06, 2025
img
রাজধানীতে ছাদে পা পিছলে নিচে পড়ে কলেজছাত্রীর প্রাণ গেল May 06, 2025
img
মেট গালায় শাকিরার ভক্তদের করজোরে ‘নমস্কার’ জানালেন দিলজিৎ May 06, 2025
img
সাফার তিন নাটক অস্ট্রেলিয়ায় May 06, 2025
img
বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া May 06, 2025
img
বিমানবন্দর-বনানী সড়কে তীব্র যানজট May 06, 2025
img
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ May 06, 2025
img
পাঁচ লাখ বা তার বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে থাকছে না রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা May 06, 2025
img
খালেদা জিয়া মাটি-মানুষের নেত্রী, এটা বারবার প্রমাণ দিয়েছেন : কাদের গনি চৌধুরী May 06, 2025
img
বেগম খালেদা জিয়ার বাসার একাল-সেকাল May 06, 2025