পাক-ভারত সীমান্তে টানা ১২ দিনের মতো গোলাগুলি

কাশ্মীরে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় টানা ১২ দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দু’দেশ। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এর আগে টানা গুলিবর্ষণ চললেও সোমবার দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু অবস্থা আরও অবনতির দিকে। যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দু’দেশ। সংকট নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এনডিটিভি বলছে, উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইসলামাবাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা শুরু হলেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ১২তম রাত ধরে সীমান্তের ওপারে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে পাকিস্তানের গুলিবর্ষণের জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।

আরআর/এসএন

Share this news on: