ব্যাংকিং খাতে সংকট: ২০ ব্যাংকের মূলধন ঘাটতি পৌনে দুই লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি এবং প্রভিশন ঘাটতির চাপে মূলধনের স্থিতিশীল কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মাত্র তিন মাসের ব্যবধানে ২০টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকায়, যা দেশের ব্যাংকিং ইতিহাসে এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব ব্যাংকের ঘাটতি ছিল ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা। কিন্তু ডিসেম্বর শেষে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটিতে, অর্থাৎ বাড়তি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৬ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এককভাবে সর্বোচ্চ মূলধন ঘাটতির মুখে পড়েছে। ডিসেম্বর শেষে ব্যাংকটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৯০ কোটি টাকা। এরপরেই রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যাদের মূলধন ঘাটতির পরিমাণ যথাক্রমে ১৮ হাজার ১৮৮ কোটি ও ১৩ হাজার ৯৯১ কোটি টাকা।

ব্যাসেল-৩ অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের কমপক্ষে ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক। অথচ, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের গড় মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) নেমে এসেছে মাত্র ৩.০৮ শতাংশে, যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক নিচে। মাত্র তিন মাস আগেও এ হার ছিল ৬.৮৬ শতাংশ।

এবিবি’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এ সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন খেলাপি ঋণের ব্যাপকতা এবং প্রভিশন সংরক্ষণের ব্যর্থতা। তার ভাষায়, ‘অনেক ব্যাংক তাদের প্রকৃত লোকসান গোপন রেখেছিল, যা এখন সামনে আসছে। দীর্ঘদিন ধরে লোকসানে থাকা এসব ব্যাংক সরকারের একাংশের আশ্রয়ে ভুল তথ্য দিয়ে টিকে ছিল। এখন পরিস্থিতি খোলাসা হচ্ছে, ফলে মূলধন ঘাটতির পরিমাণ হঠাৎ রেকর্ড ছাড়িয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা ছাড়িয়েছে। অথচ এক বছর আগেও এ পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা। ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি।

বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানান, মূলধন ঘাটতি সম্ভবত এখানেই শেষ নয়। মার্চ প্রান্তিকে তা আরও বাড়তে পারে। কারণ মার্চ থেকে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (SMA) ঋণের জন্য প্রভিশন হার ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে, যা ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে।

ঘাটতি কাটিয়ে উঠতে ব্যাংকগুলোকে একদিকে যেমন খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, অন্যদিকে নতুন মূলধন সংস্থানেও উদ্যোগ নিতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক যদি প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা সাময়িক শিথিল করে, তাহলে সাময়িকভাবে কিছুটা ভার লাঘব হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আরেক মামলায় জামিন পেলেই মুক্ত হবেন ইমরান খান Aug 21, 2025
img
জাকসু নির্বাচনে ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ প্রার্থী Aug 21, 2025
img
নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান Aug 21, 2025
img
বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির সফর বাতিল Aug 21, 2025
img
গাইবান্ধায় শিবির নেতা হত্যার অভিযোগে ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা Aug 21, 2025
img
পাঠ্যপুস্তকে শেখ হাসিনার নাম গণহত্যাকারীর তালিকায় রাখার প্রস্তাব! Aug 21, 2025
img
ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Aug 21, 2025
img
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন নীতিমালা করল ক্রীড়া মন্ত্রণালয় Aug 21, 2025
img
রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে: ইসি সানাউল্লাহ Aug 21, 2025
img
ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের দাবি Aug 21, 2025
img
ডাকসু প্রার্থীদের জন্য পাঁচটি কার্যক্রমে নিষেধাজ্ঞা Aug 21, 2025
img
পাকিস্তানের সঙ্গে বেশকিছু সমঝোতা স্বাক্ষর হবে : বাণিজ্য উপদেষ্টা Aug 21, 2025
img
ট্রাম্পের হুমকির মাঝেই মস্কোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি চায় ভারত Aug 21, 2025
img
শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’, আসছে চলতি ডিসেম্বরেই Aug 21, 2025
img
সিলেটে পাথর লুটে জড়িত ৫২ জনের নাম প্রকাশ Aug 21, 2025
img
শেষ ম্যাচেও আলো ছড়াতে পারলেন না সোহান-আফিফরা Aug 21, 2025
img
ইউটিউব চ্যানেল চালু করল ইসি, সিইসির এআই বার্তা Aug 21, 2025
img
দায়িত্ব ছাড়লেন মুম্বাই অধিনায়ক আজিঙ্কা রাহানে Aug 21, 2025
img
‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না’ Aug 21, 2025
img
বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে স্থগিত হল পিপির সদস্য পদ Aug 21, 2025