বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী আরব আমিরাত

বিনিয়োগের পরিবেশ দেখতে বাংলাদেশ সফরে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি প্রতিনিধিদল। দেশটির এই প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দেশের মধ্যকার নানা ইস্যুতে আলোচনা করবেন তারা। তবে বন্দর উন্নয়ন, লজিস্টিকস এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ থাকায় এ সফরে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন তা যাচাই করবেন তারা—এমনটা জানা যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস সূত্র কালবেলাকে জানায়, আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসছে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল। দেশটির সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী এবং আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন। তিনি ছাড়া প্রতিনিধিদলে আরও থাকবেন সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েগ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাবি।

আগামীকাল দুপুর আড়াইটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানে প্রতিনিধিদলটির এসে পৌঁছানোর কথা রয়েছে। মূলত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্যই সংক্ষিপ্ত এই সফরে আসছেন প্রতিনিধিদলটির সদস্যরা। সফর শেষে এদিন সন্ধ্যায় নিজ দেশে ফিরে যাবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সেখানে তিনি দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তখন তার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। এরই ধারাবাহিকতায় এই সফরে আসছেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা। সফরে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন। তবে তাদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি যাচাই করে দেখবেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় দেশটির পক্ষ থেকে বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদি সে দেশের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে একটি শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। এই সফরে বিষয়টি নিয়ে আরও বিস্তর আলোচনা হতে পারে।

আলোচনায় থাকবে সম্ভাব্য যেসব ইস্যু : বাংলাদেশে বন্দর ও লজিস্টিকস নিয়ে বিনিয়োগের আগ্রহ রয়েছে আরব আমিরাতের। বিশেষ করে চট্টগ্রাম বন্দরে। কনটেইনার ও বহুমুখী টার্মিনাল উন্নয়নে অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায় সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবিত ৩টি বে টার্মিনালের মধ্যে একটির উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে, যা দেশের বন্দরগুলোর কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন এই প্রতিনিধিদলটির সদস্যরা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের আগ্রহ দেখাতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। তবে দেশটি চাইছে বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপন করতে। যেন তাদের দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশকে একটি ব্যবসায়িক হাবে পরিণত করতে পারে। বাংলাদেশে শিল্প পার্ক স্থাপন করে দেশটির বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করতে চাইছে। এ নিয়ে নীতিগত অধিকতর আলোচনা হবে বলে জানায় একই সূত্র। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের অভিবাসীদের কাজে যাওয়ার প্রবণতা বেশি। ফলে বরাবরই দুদেশের অভিবাসন খাতকে শক্তিশালী করতে আলোচনা হয়। এবারও দেশটির রাজপরিবারের সদস্যসহ প্রতিনিধিদলটির সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে। ঢাকা চাইবে দেশটি যেন আরও কর্মী নেয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের ভিসা বাতিল করে। আট মাস পর গত রোববার বাংলাদেশে আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল আলহামুদি জানান, বাংলাদেশিদের জন্য ফের দেশটির ভিজিট ভিসা চালু হয়েছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025