তরুণ কাউকে নেতৃত্ব দিতে চান গম্ভীর

সিনিয়রদের ক্ষেত্রে আগে থেকেই সতর্ক ভারত। বোর্ড এমন কিছু খেলোয়াড় চায়, যারা দীর্ঘ সময় দলকে সার্ভিস দিতে পারবে। সেই কারণেই বিসিসিআই থেকে কঠিন বার্তাও পেয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইতোমধ্যে ভবিষৎ নিয়ে ভাবতে বলা হয়েছে তাদের। এরমাঝেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর নেতৃত্বেও চাচ্ছেন নতুন মুখ।

আইপিএল শেষে ভারত উড়াল দেবে ইংল্যান্ডে। ফর্ম ও ফিটনেসের কথা মাথায় রেখে সাদা পোশাকের বর্তমান অধিনায়ক নিজেকে সরিয়ে নিতে চাইছিলেন। তবে পাঁচ টেস্টের এই সফরেও রোহিতের বাহুতে থাকবে নেতৃত্বের আর্মব্যান্ড। তবে টেস্টের নতুন চক্র মাথায় রেখে এখনই তরুণ কাউকে নেতৃত্ব দিতে চান গম্ভীর। সেই লক্ষ্যে সহ অধিনায়কের পদ থেকে জাসপ্রীত বুমরাহকে সরিয়ে দিচ্ছে বোর্ড।

বিসিসিআই সূত্রের বয়ানে ভারতের একাধিক মিডিয়া নিশ্চিত করেছেন, এই সিরিজে পদ হারাতে যাচ্ছেন বুমরাহ। এটা আপাতত পাকা। কারণ হিসেবে বোর্ড বলছে, ফিটনেসজনিত সমস্যায় ভুগছেন বুমরাহ। পাঁচ টেস্টের সবকটিতে তার খেলার সম্ভাবনা কম। তাই সিরিজের মাঝে বারবার সহ অধিনায়ক বদলানোর ঝক্কি নিতে চায় না রোহিতদের বোর্ড।

দেশটির একটি গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হচ্ছে। দল তৈরির আগে ভবিষ্যৎ এবং ধারাবাহিকতার কথা মাথায় রাখা হবে। কোচ গম্ভীর এমন ক্রিকেটারদের চান যারা লম্বা সময় ধরে খেলতে পারে। এত গুরুত্বপূর্ণ সিরিজে দুমদাম করে কোনও সিদ্ধান্ত হয়ত নেওয়া হবে না। আগের দুটো সিরিজ ভারতের কাছে ভাল যায়নি। তাই ইংল্যান্ড সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

শোনা যাচ্ছে, রোহিতের ডেপুটি হিসেবে থাকতে পারেন শুভমন গিল। তার সঙ্গে সাদা পোশাকের ক্রিকেটে লড়াইয়ে আছেন রিশভ পান্ত। দুজনের যেকোনো একজন হতে পারেন সহঅধিনায়ক। ভবিষৎয়ের অধিনায়কও এদের কারও একজন হবে, এমনটা ভাবছে বিশেষজ্ঞ মহল। বোর্ড এবং প্রধান কোচের পক্ষ থেকে রোহিতকে সতর্কবাণী শোনানো হয়েছে, ‘পারফর্ম না করতে পারলে জায়গা হারাবেন।’

এমন সতর্কতার মাঝে একবার সেচ্ছ্বায় ম্যাচও খেলেননি রোহিত। এবারও চাননি সফর করতে। তবে এখনই তরুণদের কাঁধে বড় দায়িত্ব দিতে চায় না ভারত। কোহলি, বুমরাহ বা বাকি যারা সিনিয়র আছেন, তাদের কাউকে বোর্ড নেতৃত্বে দেখতে চায় না। বিসিসিআই মূলত দীর্ঘমেয়াদি কোনো নেতা চাইছে টেস্টে।


টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনের অনুমোদন May 06, 2025
সৌদি তেল প্রকল্পে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শক্তি May 06, 2025
img
‘দাদাসাহেব ফালকে’ অ্যাওয়ার্ড পেলেন রুক্মিণী, উচ্ছ্বসিত দেব May 06, 2025
img
সানি লিওনের নামে ভক্তের ট্যাটু, অভিনেত্রীর আবেগঘন প্রতিক্রিয়া May 06, 2025
img
বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ May 06, 2025
যে ঘটনা শুনলে অবাক হবেন | ইসলামিক জ্ঞান May 06, 2025
হযরত ফাতেমা রাঃ এর অলৌকিক ঘটনাবলী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 06, 2025
বলিউডকে চোর বললেন নওয়াজউদ্দিন May 06, 2025
img
এই মুহূর্তে দরকার নেই প্রাদেশিক সরকার, দেশের জন্য ঝুঁকিপূর্ণঃ সারোয়ার তুষার May 06, 2025
img
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর May 06, 2025