ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ পাঁচ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এ পদায়ন করা হয়।
পদায়ন করা কর্মকর্তারা হলেন, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে গোয়েন্দা বিভাগে, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে বিমানবন্দর থানায় পরিদর্শক অপারেশন হিসেবে, লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে একই পদে ভাটারা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। অবিলম্বে পৃথক দুই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসএন