যে কারণে বিশ্ব বাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ফলে এক আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১৭ ডলারে। তবে এর বিপরীতে বিশ্ব অর্থনীতিতে দুর্বল হয়েছে মার্কিন ডলার।

মূলত ট্রাম্পের বাণিজ্য নীতি, ফেডারেল ব্যাংকের প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈরি সম্পর্ক এবং ভূ-রাজনৈতিক ঝুঁকিকে এর অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে এই সপ্তাহান্তে ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের আক্রমণ এবং গাজায় ব্যাপক স্থল আক্রমণ এই অঞ্চলে আবারও নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক পদক্ষেপ বিবেচনা করা হতে পারে।

আগামী ৭ মে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের হার নির্ধারণের সিদ্ধান্ত আসবে। তবে কিছুদিন আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলকে আবারও অপছন্দ প্রকাশ করায় স্বর্ণের মূল্যে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাওয়েলকে "কঠোর" বলার পর মার্কিন প্রেসিডেন্ট ফেডারেল ওপেন মার্কেট কমিটির সদস্যদের পাওয়েলকে স্বর্ণের মূল্যের হার কমানোর জন্য চাপ দেওয়ার আহ্বান জানান। তবে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ ফেডওয়াচ টুল বলেছে, ৭ মে স্বর্ণের হার কমার কোনো সম্ভাবনা নেই।

এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে তাইওয়ান ডলার ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের অর্থনীতিতে শুল্কের প্রভাব এড়াতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা করেছে দেশটি।

স্বর্ণ খনির মূল্য নির্ধারণের বিষয়ে ফিনান্সিয়াল রিভিউ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সুটর গোল্ড ফিল্ডস বাজার স্থিতিশীল করতে তাদের নতুন প্রস্তাব দেয়ার পর গোল্ড রোড রিসোর্সেস ৩.৭ বিলিয়ন ডলারে কিনতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এমন যৌথ উদ্যোগ অংশীদার ও জনসাধারণের মধ্যে বিবাদের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

সিএমই ফেডওয়াচ টুল দেখিয়েছে, মে মাসের সভায় ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার কমানোর সম্ভাবনা ৫.২ শতাংশ এবং জুনের সভায় সুদের হার কমানোর সম্ভাবনা ৪৬.৬ শতাংশ।

বিশ্লেষণে জানা যায়, সোমবার স্বর্ণের দাম বেশি দৌড়াচ্ছে কিন্তু দিনের শুরুতে ডলার নিচে নেমে গেছে। সাধারণত, স্থির বা উচ্চতর হার স্বর্ণের জন্য খারাপ কারণ বন্ডের সুদের রিটার্ন স্বর্ণের রিটার্নের চেয়ে বেশি আকর্ষণীয়।

তবে যদি বর্তমান স্তরে সুদের হার বৃদ্ধি পায়, তাহলে মার্কিন অর্থনীতি আরও দুর্বল হতে পারে, সংকুচিত হতে পারে এবং স্থবিরতা বা মন্দা দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বর্ণ একটি ভালো অবস্থানে থাকা দরকার।

বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল একটি দেশ বা অঞ্চলে মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করা। নির্দিষ্ট পণ্য ও পরিষেবার দাম ওঠানামা করলে অর্থনীতি ক্রমাগত মুদ্রাস্ফীতির মুখোমুখি হয়। একই পণ্যের ক্রমাগত দাম বৃদ্ধি মানে মুদ্রাস্ফীতি, একই পণ্যের ক্রমাগত কম দাম মানেও মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো নীতিগত হার পরিবর্তন করে চাহিদা সামঞ্জস্যপূর্ণ রাখা।

এ জন্য মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বা ব্যাংক অফ ইংল্যান্ড (বিওই) এর মতো বৃহত্তম কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য, মুদ্রাস্ফীতি ২ শতাংশ এর কাছাকাছি রাখা শ্রেয়।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চার তেল কোম্পানি-ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রিটেনের নিষেধাজ্ঞা Aug 21, 2025
img
সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা Aug 21, 2025
img
পেট্রোবাংলায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান Aug 21, 2025
img
মার্কিন আদালত বাতিল করলো ট্রাম্পের ৪৬ কোটি ডলার জরিমানা Aug 21, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচিত ব্যক্তি সম্পর্কে জনগণের জানার সুযোগ নেই: তারেক রহমান Aug 21, 2025
img
আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি অভিনেতা মিলন Aug 21, 2025
img
কিশোরগঞ্জে যুবলীগ নেতা লিটন গ্রেফতার Aug 21, 2025
img
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান Aug 21, 2025
img
শাকিব খানের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব Aug 21, 2025
img
জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার Aug 21, 2025
img
দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল Aug 21, 2025
img
‘হাসিনার নেতৃত্বে সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে আ.লীগ’ Aug 21, 2025
img
ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধি করলো পাকিস্তান Aug 21, 2025
ফর্মে ফিরতে মরিয়া সাকিব, কিন্তু ব্যাটে কেন নেই জবাব? Aug 21, 2025
ইধিকার কাজ ও ব্যক্তিত্বে মুগ্ধ দেব! | Aug 21, 2025
আসিফ মাহমুদের পর এবার হাঁস খেতে নীলা মার্কেটে যাবেন বর্ষা Aug 21, 2025
রাজধানীর ককটেল মামলায় প্রমাণ না মেলায় খালাস বিএনপি নেতারা Aug 21, 2025
চলে গেলেন যুক্তরাষ্ট্রের সেই ‘মানবিক’ বিচারক ক্যাপ্রিও Aug 21, 2025
পূর্ণাঙ্গ প্যানেল করেছে বাগছাস, শীঘ্রই আসছে ঘোষণা Aug 21, 2025
উমামার নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা Aug 21, 2025