সাবেক ডিএমপি গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতে আবেদনে বলা হয়, হারুন অর রশীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজের, স্ত্রী ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে দেশ-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এই তদন্ত চলাকালে তার ঘনিষ্ঠ ব্যক্তি জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগের চেষ্টা ধরা পড়ে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়ে।
এর আগে ২৪ এপ্রিল আদালত জাহাঙ্গীর হোসেনের নামে থাকা একটি ফ্ল্যাট ও ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দিয়েছিল।