মেট গালায় প্রায় দু’দশক পরে মুখোমুখি শাহরুখ-প্রিয়াঙ্কা!

কথাতেই আছে, পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো প্রেমও কি তাই? মেট গালার গালিচায় শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাজপোশাক দেখে অন্তত এমন কৌতূহলই ঘুরপাক খাচ্ছে নেটভুবনে। প্রিয়াঙ্কার পরনে পোলকা ডট পোশাক। আর আদ্যোপান্ত কালো পোশাকে কিং খান। ঠিক যেমনটা ‘ডন’ ছবিতে ‘ডন-রোমা’ জুটিকে দেখা গিয়েছিল, তেমনই। আর এমন সাযুজ্য খুঁজে বের করে দুই তারকার অনুরাগীরা হাঁটা দিলেন স্মৃতির সরণি ধরে।

একসময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত, বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। নায়িকার বাড়ির নিচে ভোররাতে বাদশার গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে, ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাঁদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর! বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন মার্কিন মুলুকবাসী। অন্যদিকে, পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান (Shah Rukh Khan) নতুন করে বলিউডে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর এযাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার প্রায় দু’ দশক বাদে মেট গালার মঞ্চে (Met Gala 2025 ) দুই তারকা। সাজপোশাকে উসকে দিলেন ‘ডন’-সহ পুরনো প্রেমের স্মৃতি। শাহরুখ-প্রিয়াঙ্কার লুক দেখে ভক্তরা বলছেন, ‘এরই নাম প্রেম…।’
 
এলেন, দেখলেন, জয় করলেন… মেট গালায় ঐতিহাসিক ডেবিউ কিং খানের। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো লং কোট, শার্ট আর হিরেখচিত গয়নায় মেট গালায় যে ‘জলওয়া’ দেখালেন কিং খান, সেই ঘোরে বিভোর ভক্তরা। তাঁর হাতের সব্যসাচী স্পেশাল ‘বেঙ্গল টাইগার’ লাঠিও ততোধিক চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে পোলকা ডট লং ড্রেস আর মাথায় হ্যাট সেঁটে ‘হলিউড গ্ল্যামারে’ ফটোশিকারিদের চোখ ঝলসে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গী তাঁর স্বামী নিক জোনাস। লাল গালিচায় শাহরুখ-প্রিয়াঙ্কা মুখোমুখি হোক না হোক, অনুরাগীরা আপাতত মজেছেন ‘ডন’ জুটির পোশাকের মিল দেখে। অতঃপর কিং খান আর দেশি গার্লের ছবি জুড়ে নেটপাড়ায় ছড়িয়ে দিয়ে তাঁদের উত্তেজনার অন্ত নেই! তাঁদের কথায়, ‘এখনও এত মিল!’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেফতার May 07, 2025
img
জমিতে প্রস্রাব করার ঘটনায় দুজনকে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা May 07, 2025
img
নোয়াখালীতে মসজিদের সামনে ইমামকে বেধড়ক পিটুনি May 07, 2025
img
লাওস সীমান্তে সংঘর্ষ, বন্ধ হল থাইল্যান্ড পর্যটন স্পট May 07, 2025
img
বোলিংয়ের মাঝেই হার্ট অ্যাটাক, প্রাণ হারালেন হাসপাতালে May 07, 2025
img
১৬শ কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী দল May 07, 2025
img
মায়ের কোল থেকে নিয়ে শিশুকে দেড় লাখে বিক্রি করলেন বাবা May 07, 2025
img
অনুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেফতার না করার সুপারিশ কমিশনের May 07, 2025
কাশ্মির ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক May 06, 2025
দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা May 06, 2025