একটা রাজকীয় সময় পার করেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অনেক অভিনেত্রীর সঙ্গে। এমন কোনো অভিনেত্রী নেই, যিনি বিগ বির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন না। কিন্তু জানলে অবাক হবেন, একজন অভিনেত্রী অমিতাভের সঙ্গে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন।শুধু তা-ই নয়, সেই অভিনেত্রীকে বোঝানোর জন্য বিগ বি তাকে এক ট্রাক ভর্তি গোলাপও পাঠান।
সেই অভিনেত্রী আর কেউ নন, শ্রীদেবী। ‘খুদা গাওয়া’ ছবিতে শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু অভিনেত্রী এই ছবিতে কাজের জন্য প্রস্তুত ছিলেন না।তারপর অমিতাভ শ্রীদেবীকে রাজি করানোর জন্য এমন একটি কৌশল বেছে নিয়েছিলেন, যা আসলেই কেউ কখনো ভাবেননি।
বিগ বি তাকে রাজি করানোর জন্য গোলাপভর্তি একটি ট্রাক পাঠিয়েছিলেন। অমিতাভের এমন কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিলেন খোদ শ্রীদেবী। তারপর তিনি ছবিতে কাজ করার জন্য একটি শর্ত রেখেছিলেন।
তিনি জানান, ছবিতে তিনি মা এবং মেয়ে উভয়ের চরিত্রে অভিনয় করবেন।এরপর নির্মাতা শ্রীদেবীর কথায় রাজি হন এবং অভিনেত্রী দ্বৈত ভূমিকায় অভিনয় করেন ‘খুদা গাওয়া’ সিনেমাতে। এই দুজন ছাড়াও ছবিতে আরো ছিলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুনও। ছবিটি মুক্তি পায় ১৯৯২ সালে।
এই ঘটনাটি ‘শ্রীদেবী দ্য ইটারনাল স্ক্রিন গডেস’ বইতে উল্লেখ করা হয়েছে যেখানে শ্রীদেবীর বাস্তব জীবনের অনেক অজানা গল্প বলা হয়েছে।সেখানেই রয়েছে এই গোলাপ উপহার দেওয়ার গল্প।
এমআর/টিএ