নরসিংদীতে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানিয়েছেন।
 
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।সংঘর্ষে গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে একটি সূত্র বলছে- ঢাকায় নেওয়ার পথে রাহাতেরও মৃত্যু হয়েছে। কিন্তু রাহাতের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিষয় নিয়ে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে দফায় দফায় হামলা-মামলার ঘটনাও ঘটেছে।

সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাহাত। তারা যুবলীগ নেতা রুবেলের সমর্থক। গ্রেপ্তার এড়াতে উভয় পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। আরেক জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। তবে সেটির বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার May 06, 2025
ইমরান খানের নামে অপপ্রচার: ডনের লোগো ব্যবহার করে ভুয়া খবর May 06, 2025
img
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে May 06, 2025
লড়াইয়ের ফলাফল: বেতন বাড়িয়ে সম্মান ফিরে পেলেন নারী ফুটবলাররা May 06, 2025
যে আমল করলে অভাব দূর হয়ে যাবে May 06, 2025
img
সংশোধিত সাইবার আইনের চূড়ান্ত অনুমোদন: এক সপ্তাহের মধ্যে গেজেট May 06, 2025
img
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল অন্তত ১৪ জনের May 06, 2025
img
অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জোবাইদা রহমান May 06, 2025
img
ট্রেন থেকে ‘নিখোঁজ’ কেন্দ্রীয় মন্ত্রী, অভিযানে আহত অবস্থায় উদ্ধার May 06, 2025
img
স্পষ্ট উচ্চারণ আয়ত্ত করতে যা করেছিলেন হৃতিক May 06, 2025