কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি ভারতীয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের কটাক্ষের জবাবে এবার মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি। নাম না নিয়েই জাভেদকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তিনি।
বুশরা বলেন, “আমাদের তথাকথিত লেখকের দরকার শুধু একটা অজুহাত। মুম্বাইয়ে বাসা পাননি বলে নিজেকে প্রমাণ করতে নানা কথা বলছেন। একটু তো লজ্জা থাকা উচিত! আর কতদিনই বা বাঁচবেন? তাও এত অপ্রয়োজনীয় কথা কেন?”
তিনি আরও বলেন, “নাসিরুদ্দিন শাহের মতো আপনিও চুপ থাকতে পারেন। তিনিও তো কিছু বলেন না। যার মনে যা আছে, তা নিজের ভেতর রাখাই ভালো।”
উল্লেখ্য, সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করেন জাভেদ আখতার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার এই অবস্থান নিয়েই পাকিস্তানে শুরু হয়েছে বিতর্ক।