রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ : নিরাপত্তা উপদেষ্টা

রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি বলেন, “রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের অংশগ্রহণ থাকা উচিত। এ বিষয়ে জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে বার্তা দেওয়া হয়েছে।”

নতুন করে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও ঘর দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সীমান্তের ওপারে যেই থাকুক, বাংলাদেশের যোগাযোগ সেই পক্ষের সঙ্গেই হবে। সীমান্তে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি।”

রাখাইনে মানবিক করিডোর গঠনের বিষয়ে তিনি বলেন, “জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। সব পক্ষ রাজি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা। বাংলাদেশ জাতিগত নিধনের পক্ষপাতী নয়।”

উল্লেখ্য, গত মার্চে ঢাকা সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাখাইনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পরে, ২৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ